যদি মনে কর
যাবে তুমি সাত সাগরে ভেসে
আমিও বলব ভালবেসে –
                             এসো।
তবে নিয়ে যাও এইসব ডানার পালক
যাদের পলাশ বলে ভুল করে
সে বসন্তে দুই হাত ভরে
              এনেছিল অবুঝ বালক।


এই নাও একগুচ্ছ পাতা
দুজনার প্রথম আলাপে
তুমি যাকে করতল ভেবে
ঝরেছ শিশির হয়ে রাতে।


নিয়ে যাও সেই পাত্রখানি
যার গর্ভে অমৃত বলে
প্রথম ব্যঞ্জন, যা তুমি রেঁধেছিলে
এতদিন আগুনের আঁচে
জ্বলে পুড়ে যতটুকু কলঙ্ক মেখেছে
ধুয়ে নিও নুন – বালি – সাগরের জলে।


রেখে যাও সকল সময়
যা কিছু কেটেছে ঠিক
ভালবেসে, অভিমানে
আমাদের গোপন প্রণয়।