মাগো
বুঝি সাগরকে খুব কাছে পেতে চাও তুমি
আঙুলে মাখাতে চাও নুন আর বালি
তট জুড়ে
শঙ্খডানা পাখিদের নিপুণ উড়াল
ঢেউয়ে ঢেউয়ে ভাঙা ঝিনুকের জামা
ঝিনুকীর বুকের আঁচল
এদের আপন করে
বয়ে যাবে আরও কটা বেয়ে চলা দিন
সেখানে তেমন থেকো
যেমন লাগবে বেশী ভালো


যেদিন আসবে ফিরে
শুধু তার পূর্বরাতখানি
সাগরের মুখোমুখি মুক্ত হয়ো তুমি
দেখো ওই গর্জমান জলের শিখর
সীমন্তে জ্বালবে আলো – নীল, গাঢ় নীল
শুধাবে এমন কত রাত চলে গেল
যা কিছু নেবার সাধ জীবনের ভোরবেলা ছিল
ভিক্ষায় নতুবা আক্রমণে
নিতে পারনি তা ?
নাকি সব পেতে পেতে পেতে
অনুচ্চার পাওনার বিষে
অবশেষে
তোমারও রক্তে জাগে ‘বিপন্ন বিস্ময়’
জাগে, নাকি সুপ্ত এখনও ?
যে রাত কাটবে না আর
সেই রাতে জোনাকের সাথে
গোপন সন্ধি করে অভিমানে চলে যাবে তারা
বলে যাবে
এই কি জীবন ?
এর জন্য বেঁচেছিল জন্মাবধি বাসনার নক্ষত্র তোর ?


নির্জন বালুকাতীর
এইখানে শেষ সন্ধ্যাবেলা
বলে এসো সাগরের কানে
কে তোমার স্বপ্নে দিল বিষ!