ব্যক্তিগত, ব্যক্তিগত, ব্যক্তিগত হতে হতে হতে
আমরা সব ব্যক্তিগত হয়ে গেলাম
নব্বই পেরিয়ে সোয়া একবিংশ শতাব্দীতে চলে এলাম
যৌথ খামার পেরিয়ে
আমরা ব্যক্তি থেকে অপরকে চেনা শুরু করলাম
যৌথ থেকে ব্যক্তিকে নয়।


চেনা সৌধ অপর হয়ে গেল
অচেনা সমুদ্র ঝাঁপিয়ে
কুল মিলল না
সাঁতার জানিনা।


তখন তোমাকে দেখলাম
দূরে আলোচনা করছ
আমি উপেক্ষা করতে চাইলাম
পরে সেটাই অপেক্ষা হয়ে গেল।


সেরাপটি গ্রামে তোমার কি একটা
ঘর আছে
একটা উঠোন?
দুধেল গাই, ছাগল, মুরগীর ছানা
কয়েকটা অচেনা পাখি
আর কিছু বাসযোগ্য ভালবাসা?


এমনই ব্যক্তিগত গৃহস্থে
কিছু দিন যাপনের
বাসনা হয়
যখন ক্লান্তি আসে
পৃথিবীর থেকে
সন্ধ্যায় নিজের ঘরে
ব্যক্তিগত হয়ে যাই


যা হোক
আমিতো তোমার ব্যক্তিগত, বল?
তোমাকে চিনিনা
পৃথিবীকে চিনি
কি বলব বল?
যা এখনও অব্যক্ত
আমাদের অনাগত প্রেমে
কতটা শরীর
কতটা বেদনার ঋণ
আর কতটা ব্যক্তিগত ঘৃণা?


২৮/০৯/২০১৬