(কবি জয় গোস্বামীর জন্মদিনে উৎসর্গ)


উঠোনে তার ছলাৎ ছলাৎ
পুকুর ভাঙ্গা জল
ভেজা বালক মুগ্ধ মাপে
সাপের চলাচল।


অলিন্দে ওই রাইকিশোরী
উদাস দৃষ্টিকোণ
প্যাডেলে পা হঠাৎ স্লথ
কিশোর কাঁচা মন।


নৌকা বেয়ে যাও গো নেয়ে
কালিনগর গ্রাম
শরীর পুড়ে জ্বলছে রেলের
জানলা চলমান।


বেনীমাধব, মেঘবালিকা
তোমায় দিলাম প্রেম
আমায় দিলে মাছ ভরা জাল
যৌবন বিকেল।


বৃষ্টি দুপুর, বৃষ্টি ছাতা
বৃষ্টি মানে বুকুন
ভাসাব সব চাঁদ সদাগর
লখিন্দরের পুতুল।


কোন সে মেয়ে আসতে যদি
আর এলেনা কেন?
তোমার জন্য সমস্ত রাত
ভাসতে পারি যেন।


যে রাত কাটে যন্ত্রণাতে
সে রাত কাটে বসে
শেষ প্রহরে ভৈরবী রাগ
জুড়ায় জ্বালা বিষের।


মুঠো যতই ক্ষমতাবান
মুঠো যতই দৃঢ়
হাতের শিরা, বলিরেখা
বলছে এ পথ ছাড়।


ছেড়েছি সব, আসবি নাকি
আমার ছেলেবেলা?
উঠোনে সাপ
আমি এখন ব্যস্ত নতুন খেলায়।


১০/১১/২০১৬