আমি যদি কবি হতাম
ঘাসের গায়ে পিঠ ঠেকিয়ে আকাশের ফাঁটলে শুধু বৃষ্টিই খুঁজতাম।
বৃদ্ধ আর তরুণ ঘাসের, দুঃখের পার্থক্য নিয়ে ভাবতাম।
দৃষ্টি উপচে পড়ত রোদের উল্লম্ব হাসি।
খুব শীতে গৃহহীন বৃক্ষ -লতা-পাতার ঘরে ফেরার বাসনা কি একেবারেই নেই!
কবি হলে ওদের ইচ্ছে নিয়ে ভাবতাম,
ওরা তো আমার বন্ধু ই, আমিও ওদের বন্ধু হতাম।


আমি যদি কবিই হতাম,
রাতের আকাশে চেয়ে চেয়ে,বুকের ওপর হঠাৎ তারা ঝরে পড়ার আতংক সৃষ্টি করতাম।
সে আতংক প্রশমনে প্রার্থনা করতাম প্রিয়জনের আশ্রয়।
কবি হলে বেশ ভণিতাই জানতাম!