অগ্রসন্ধ্যার আকাশ
ছুঁয়েছে ম্যাজেন্টা রঙের আভাস
ছড়িয়ে পড়ছে নীলচে রঙের মেঘে,
একটা দুটো তারা
হয়ত বাস্তুহারা
খসে পড়লো অপরিচিতের পথে,
প্রসারিত মাঠ জুড়ে সারি সারি তাঁবুর ত্রিভুজ
যেন ঢেউ তোলা পর্বতের দিকদিশারি ছুট----
তার নিচে রাতজাগা চোখের ক্লান্তি মুছে জেগে উঠছে এক ইয়াজিদি মা;
পাশে অঘোর ঘুমে তার কোলের সন্তান
আর একটিকে সে ফেলে রেখে এসেছে সিনজার পাহাড়ে
জঙ্গিগুলির সামনে;
ধীরে ধীরে মা দাঁড়ালেন খোলা আকাশের নীচে এসে
ধূসর চোখে তীক্ষ্ণ দৃষ্টির সন্ধান  মেলে-----
এই অপরূপ আলোই কি ঈশ্বরের আপন বিচ্ছুরণ?
ওই পথেই কি হবে পরিত্রাতার মর্তে আগমন?
তার ইয়াজিদি সন্তানদের রক্ষা করতে
ময়ূরকন্ঠী মেঘে মেঘে ডানা মেলে
দেবদূত তাউসি মেলেক প্রকৃতিস্থ করবেন সভ্যতাকে ?