আমাকে ঘুমোতে দাও
গ্যালন গ্যালন ক্লান্তি জমেছে দুচোখে
তরল আলকাতরার মত নিকষ
টানছে গভীর রসাতলে;
অনেক জেগেছি তোমাদের জন্য
অযুত – নিযুত রাত
অনেক কেঁদেছি তোমাদের জন্য
বাদল ধারাপাত,
বিষাদ কালির ছায়ামাখা
বুজে যেতে চায় সব পাতা
নিভে যেতে চায় তারা—
সুর্যাস্তের ওপার থেকে
মন্ত্র-ধ্বনি ভেসে আসে
ঘুমপাড়ানিয়া