সকাল থেকে বাজে ছন্দিত সুরে
অবিরাম জলধারা
বিদীর্ণ মেঘমালা;
জন্মান্তর পার করে আসে ভেসে
মেঠো বাঁশির সুর
দূর সে বহু দূর-----
সে সুর ওড়ায় বাসি ঘরের ধুলো
ঝরা ফুলের মালা
রোগ শয্যার জ্বালা,
স্মৃতির ভারে রুগ্ন মনের দহ
গভীর তলে টানে
নীলম শরীর পানে-----
সেই চোরাস্রোতের ঘূর্ণি টানে পড়ে
বিজন যাত্রাপথে
গাগরি ভেসে চলে,
অবাধধারা শোনায় যুগেযুগে
বিদেহ প্রেমের কথা
রাধার মনের ব্যথা।