আমার একটি নদী আছে
অসাধারণ সুন্দর তার দেহতরী
যৌবনের বাণ এসেছে দেহভরী
সে যেন এক অস্পরা কুমারী ।


দুই পারে ঘন কাশবন
হাওয়ায় দোলে দেহ মন
মাঝে মাঝে দুই তীরের প্লাবিত জল
পিয়াসী মনে দেয় দোল।


কাশবনে আনাগোনা কালো কাঁকড়ার
শির-শিরি দেয় নদীর দুই পার
নদীতে অথৈ ডালিম শুভ্র জল
বহে শান্ত স্রোত টলটল।


ছলছল বহমান নদী বয়ে চলে
বড় ডিঙ্গা লম্বা লগিতে এলে
উতলা হয়ে উৎরে পরে জল
ধন্য হয়ে পিয়াসী নদীটি উচ্ছল।


.