সুন্দর একটা সময় চলে গেলো
তামাদি হলো হিমশীতল বোবা-কান্না,
অথচ কেউকি জানে আমি মরে গিয়েছিলাম
কেউ কি জানে কুক-পাখীটা কখন এসেছিলো
কোথায় এসেছিলো, কোথায় বসেছিলো
শেওড়া গাছের ডালে,
নাকি তেতুল পাতার আড়ালে?
তার কুঁ-ডাকেই শুরু হলো আমার অন্ধকার যাত্রা
দুইদিন অন্ধকার গহ্বরে চলে গেলাম
না, ঘুমের ঘোরে নয়, ধীরে ধীরে ধীরে . . .


আমার চেতনা ছিল, আবার ছিলোও না
অস্থি মাংস হাত-পায়ের আঙ্গুল নিস্ক্রিয়
অকেজো আমার মস্তিষ্ক
প্রিয় মুখগুলি আবছা অস্পষ্ট,
বলা যায় কিছু সময়ের জন্য আমার
নিশ্চিত সম্পূর্ণ মৃত্যু হয়েছিলো
ডেঙ্গুমশা আমাকে মরণ-কামর দিয়েছিলো,
আমি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ পেলাম, এবং
সুন্দর একটা মৃত্যুর অভিজ্ঞতা নিয়ে এলাম।


.