আমাকে মনে পরে তোমার !
পরে না ? একটুও না ?  
হায়রে ! একটু চেষ্টা করো, তুমি পারবে।
পারছো না মনে করতে ?
আমি জসিন্তা, সেই মেয়েটি গো !


তোমার এক সময়ের সাথী,
খুব ভালবাসতে আমাকে।
হা আমি জসিন্তা, তোমার সেই জসিন্তা,
তোমার প্রথম ভালবাসা, প্রথম সহধর্মিণী,
এবার মনে পরেছে ?


মনে পরেছে তোমার প্রথম প্রেমকে
তোমার প্রথম ভালবাসাকে ?
আমার কিন্তু মনে পরে কাজের অবসরে
ভুলতে পারিনা কিছুই
দুই বছর তুমি আমাকে নিয়ে ঘুরলে।


শেষে এক ফাল্গুনে কোর্টে নিয়ে
তুমি আমাকে বিয়ে করলে, মনে পরে?
তারপর তুমি ভালো পাশ করে চাকরি পেলে
এবং সেখানে এক নারীকে পেয়ে
দ্রুত তুমি পাল্টে যেতে লাগলে।


একদিন আমাদের সম্পর্ককে অস্বীকার করে
বিয়ের সব ডকুমেন্ট আমার সামনেই
তুমি ছিরে ফেললে। মনে পরে ?
আমি হতবিহ্বল হয়ে ফিরে এলাম
আমাদের ছাড়াছাড়ি হয়ে গেলো।


কিন্তু তোমাকে-তো এখনো ভুলতে পারিনী
সে-সব কথা আমি কেমনে ভুলি গো !
সেসব যে আমাকে কাঁদায়
চল্লিশ বছর আগের সেইসব স্মৃতি
এখনও যে আমাকে কাঁদায়।


জানলাম, তুমি অতীত গোপন করে
অন্য আরেক মেয়েকে বিয়ে করেছো,
বিদেশী বড় এনজিওতে বড় বেতনে
চাকরি করছো,  বাড়ি গাড়ি করেছো,
ছেলেমেয়েরা বিদেশে সুখে আছে।


কিন্তু শুনতে পাই- তুমি নাকি সুখে নাই,
আসলেই কি তাই ?
তোমার বর্তমান স্ত্রীকে আমি চিনি,
তার কোনো দোষ নাই, আমি জানি,
তুমি সব ভুলে গেলেও আমি তো ভুলিনি।


জানো ? আমি আমার সব কিছুর জন্য
মনে করি আমার ভাগ্যই দায়ী ,
হা-গো আমি আমার হৃদয়কে
আমার  মনকে এখন এটাই বোঝাই।
তবে বিবেকের প্রশ্ন- আসলেই কি তাই !


            .