ভাবের আবেগে আনমনে যখন আমি
ডুবে থাকি আপন ভাবনায়
আবেগ আমায় নিয়ে যায়
আমার ফেলে আসা বালক বেলায়
সেই শৈশব সেই কৈশর স্মৃতিময়।


আমাকে নিয়ে যায় অতীতে
নিয়ে যায় স্মৃতির শহীদ মিনারে
অতীত জীবন-সাগরে ডুবসাঁতারে
আমি খুজি আর খুজি
হারানো মুক্তাময় আমার স্মৃতিরে ।


ছোট গাছে, ছোট পাখির বাসা,
সেথা থেকে ধরে এনে পাখির ছানা
আমাকে দিত আমার আব্দারে
আমার বড়দি বালক বেলায়
আজও জলজল স্মৃতির আয়নায়।


বড়দা আর মেঝদা দুইজনে মিলে
ঘুড়ি বানিয়ে দিত শৈশবে
লাটিম আর মারবেল খেলা নিয়ে
ঝঞ্জাট হতো ছোড়দার সাথে
সেসব আজও জলজল আমার স্মৃতিতে।


আমার আব্দারে কেউ সারা না দিলে
বাবার হাত অথবা মায়ের আঁচল ধরে
আমি কেঁদে ভাসাতাম জোর চিত্কারে
আমার শিশুকাল বাল্যকাল শৈশব কৈশোর
সব কিছুই জলজল স্মৃতিতে আমার।


ফেলে আসা আরো কত স্মৃতি
অতীতে শহীদ হওয়া কত প্রীতি
এখনো আমাকে আবেগে তারায়
গভীর আবেগে আমাকে ভাবায়
সেই স্মৃতিময় দিনগুলি আমাকে কাঁদায়।


.