হিজলের তলে বসন্তের পরন্তু বিকেলে
বসে আছে কিশোরী, হয়ে মৌন উদাসী,
কোকিলের কুহু কুহু ডাকে
তার বিরহী বেদনার সময় কাটে।


হৃদয়ে নিয়ে অসীম বেদনা
করে অপেক্ষা, তবু প্রিয় আসেনা,
সময় যেন তাই আর কাটেনা
আঁখি দুটি চেয়ে আছে দুর নীলিমা।


দুরে নদী তীরে বালু চরে
চখা চখী কথা কয়,
সুরের লহরী করে বিনিময়
বাহুডোরে ডানা ঝাঁপটায়।


কিশোরী বসে আছে বসন্ত বিকেলে
দুরে ঘুঘু ডাকে বকুলের ডালে,
চেয়ে চেয়ে দেখে নীলাকাশ
ভাবে জীবনের আর কত অবকাশ।