মাঘের শীত নিরবে বিদায় নিয়েছে
গুন গুন রবে বাগানে ভ্রোমর এসেছে, 
প্রকৃতিও ফাগুনের সমিরণ পেয়েছে
ঘেটুফুলের মদিরায় বসন্ত এসেছে।


হিজলের শাখায় কোকিলের কুহু কুহু
তৃষিত হৃদয় শরীর করে উঁহু উঁহু, 
বিরহীর রিক্ততা নিয়ে পাগল তটিনী 
বিচ্ছেদের বেদনায় কাঁদে কামিনী।


ঝিরি ঝিরি ঝিরি বসন্ত বাতাসে 
প্রেমিক প্রেমিকা কামনায় ডাকে
এসো সাথী এসো মিলি নির্জনে 
মোদের মিথুন হবে মুক্ত আকাশে।


এসো তুমি এই জোছনা আকাশে 
তৃষ্ণা মিটিবে গভীর অভিলাষে, 
ডুবে যাবো মোরা সুখের সাগরে
জড়িয়ে দু'জন এই বসন্ত বাতাসে।


.