শুনবে? তুমি শুনবে?
আমি সেই আর্য্য কবি
মুছে গেছে যার জীবনের জলছবি
হে দ্রাবিড় কন্যা
এইতো সেদিনের কথা-
আমি একটি নদী কিনেছিলাম
রুহিতখালী তার নাম
সরু আঁকাবাঁকা তার দেহ
বর্ষায় প্রস্ফুটিত তার বুক।


সেই নদীর পাশেই একটি বিল আছে
বর্ষায় থাকে সেথা শাপলা শালুক
হেমন্তে আকাশে মেঘ হয় লাজুক
বেতবনে ডাহুকীকে খোজে ডাহুক,
শীতে অন্ধকার কুয়াশায়
খুব ভোরে হরিয়াল ডানা ঝাপটায়
বসন্তে আঁকাবাঁকা মেঠোপথে
আমার অনন্ত যাত্রা চলতে থাকে।


ক্ষ্যাপা দ্রাবিড় কন্যা
ধিকি ধিকি পিদিমের আলো দেখেছ কি কখনো ?
আমি ভাবছি-
এবার আমি একটি চাঁদ কিনবো
পুর্নিমার চাঁদ,
ভরা জোছনায় নিশিথে
চাঁদের আগুনে বসে বসে
আমার চন্দ্রবিলাস চলবে।


.