আচ্ছা-- এমন যদি হয়
আগামীকাল সকালে শুনতে পাই
করোনা শেষ,  বিশ্বে আর করোনা নাই,
হয়ে গেছে আগের মত স্বাভাবিক সবই
তবে কেমন হয় বলেনতো সবাই !


এখন মানবকুলের মহা-দুঃসময়
পৃথিবীটা এখন আক্রান্ত করোনায়
কত মানুষ মারা যাচ্ছে বিনা চিকিৎসায়,
কেভিড-১৯ এর ভেকসিন তৈরী হয় নাই
কার্যকর কোনো ঔষধও পৃথিবীতে নাই,
সেজন্যই আমরা এখন অসহায়
ভাবছি বসে বসে আমি তাই
প্রজন্ম টিকে থাকার কি হবে উপায়।


সেই কবে থেকে বসে আছি ঘরে
সময় কাটতে চায়না একঘেয়েমীতে,
মনে বড় কষ্ট ও বেদনা
কোনো কিছুতেই আর মন বসেনা।


কবে হবে মানুষের কষ্টের অবসান
আসবে জীবনের জয়গান,
কবে হবে অভিশাপের মুক্তি
করোনার পরিসমাপ্তি,
কবে হবে স্বাভাবিক চলাচল
প্রাণের সেই চঞ্চল কোলাহল।


কবে পাবো লকডাউনের
বন্দী জীবনের মুক্তি,
আগের মত হাসবো খেলবো
সব জায়গায় যেতে পারবো
স্বস্তিতে গাইবো জয়গান
হবে সুরমূর্ছনায় ধ্যান
জীবনের মহা-জাগরণ
ফিরে পাব মুক্ত জীবন।

আচ্ছা, অলৌকিকভাবে যদি সত্যিই
আগামীকাল সকালে শুনতে পাই
করোনা শেষ, জগতে আর করোনা নাই,
হয়ে গেছে আগের মত  স্বাভাবিক সবই
তবে কেমন হতো বলেনতো সবাই !
নিশ্চিন্ত হন সবে
একদিন দেখবেন সব ঠিক হয়ে যাবে।

.