এখন আর সময় হয়'না  
    


কয়েকজন মানুষ আছে জাগানিয়া স্মৃতিতে আমার,
উপাসনায় আসতো তারা প্রতি শুক্রবার ও রবিবার।
ওরা ছিলো বেকার, অসুবিধায় ছিলো ওদের পরিবার,
ওদের চাকরির জন্য উপাসনায় ভক্তদের প্রার্থনা দরকার।


ভক্তরা চোখের জলে চাকরি চেয়ে প্রার্থনা করিল,
ঈশ্বরের দয়ায় ওদের একদিন চাকরিও হয়ে গেলো।
এখন আর তারা কালেভদ্রেও আসেনা উপাসনায়,
মাঝে দেখা হলে পিটপিট করে আমার দিকে তাকায়।


আমি সুধাই ডেকে, "উপাসনালয়ে আসোনা কেন ?
"আগে-তো উপাসনায় নিয়মিত আসতে ঘন-ঘন"।
তাদের উত্তর- "সময় হয়'না", তারা চাকরিতে ব্যস্ত থাকেন,
ক্ষোভে তাদের বলি, "তোমাদের সময় হয়'না এখন !
তাহলে কি ঈশ্বর, তোমাদের চাকরি দিয়ে ভুল করেছেন" ?


আরো কিছু মানুষ আছে জাগানিয়া স্মৃতিতে আমার,
আমার বাসায় আসতেন তারা বেড়াতে বারংবার।
ওরাও তখন বেকার, বেশ অসুবিধায় ছিলো পরিবার,
সে-অবস্থায় ওদের তখন, একটি চাকরি দরকার।


চাকরি দেবার মতো সুযোগ, তখন আমার ছিলো,
এবং আমারই চেষ্টায় ওদের, চাকরিও হয়ে গেলো।
এখন তারা কালেভদ্রেও, আসেনা আমার বাসায়,
দেখা হলেই কুত্কুত্ করে, আমার দিকে তাকায়।


জিজ্ঞেস করি কাছে ডেকে, "বাসায় আসোনা কেন?
আগে-তো প্রতিদিন বাসায় আসতে, খুব ঘন ঘন"।
তাদের উত্তর- সময় পাইনা স্যার, চাকরি নিয়ে ব্যস্ত আছি,
ক্ষোভে তাদের বলি, "এখন সময় পাওনা, ছিঃ ! !
তাহলে কি আমি, তোমাদের চাকরি দিয়ে ভুল করেছি"  ?`


.