গিলবার্ট নির্মল বাইন


আমাদের এই প্রিয় নশ্বর শরীর
আত্মার জন্য একটি কারাগার
আত্মাকে বন্দী করে রাখে শরীর,
তাই শরীরের বিষয় আমাকে ভাবায়।


আত্মা চলে যায় যখন
কারাগারের অবসান হয় তখন
মাটিতে শরীর নিশ্চিহ্ন হয়ে যায়,
তাই দেহ ও আত্মা আমাকে ভাবায়।


আত্মা কোথায় যায়
আত্মা এবং প্রেতাত্মা
আসলে কি এই আত্মা-প্রেতাত্মা !
এসব আমাকে অনেক ভাবায়।


শরীর আত্মা মন হৃদয় মস্তিষ্ক
এগুলো কিভাবে হলো
আসলে কি এগুলো,
নির্জনে এসব আমাকে ভাবায়।


এ-ভাবনায় আমার বড় কষ্ট
ভাবতে ভাবতে মাথা প্রায় বিনষ্ট
কুলকিনারা পাইনা স্পষ্ট,
তাই এসব আমাকে ভাবায়।