হেমন্তের সকালে আকাশ ঝলমলে
মিষ্টি রোদ পরেছে মাটিয়ার বিলে,
শাপলা আর লতানো শেওলা দোলে
মহাসমারোহ হাজার কলমী ফুলে। 


স্বচ্চ টলমল জলের নিচে
নিপুন হাতে থরে বিথরে,
সবুজ গালিচার বিছানা
কোন্ প্রেয়সী সাজিয়েছে।


হেমন্তের শেষে কৃষকের নিপুন হাত
ভরে দেয় ধানের শীষে  সকল ক্ষেত,
সুজলা সুফলা শস্য শ্যামলায়
চোখ জুড়ানো রূপ ছড়ায়।


শীতের রোদের মিষ্টি তাপে
দেহ-মনে সুখানুভুতি জাগে,
অফুরন্ত সোনালী ধানের শীষে
দুলে দুলে ঢেউ তুলে বাতাসে। 


আমি ফিরে যাই স্মৃতির অতলে 
কত ঘুরেছি ছোটবেলা এই বিলে,
আকুল আহবানে ব্যাকুল করে
দেখে প্রাণ জুড়ায় মনপ্রান ভরে।