হে বিধাতা: তোমার কথা ছাড়া নাকি
একটি পাতাও পরে না, কিছুই হয়না,
তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা
কেন দিলে মানুষকে অভিলাষের নেশা।


আদিতে যেমন আদিম অভিলাষ ছিলো
এখনও সেই একই রূপ চলে ধর্ষণ,
বিকৃত যৌনতায় যেমন ছিলো আকর্ষণ
এখনও-তো সেইরূপ আছে বিলক্ষণ।


এর জন্য কত যুদ্ধ কত হিংসা বিদ্বেষ হয়
কত মৃত্যু ধ্বংস শক্তি ও সম্পদের ক্ষয়,
থামেনি এখনো বরং বেড়েছে অবক্ষয়
নেশার জন্য আজ মনুষত্বের পরাজয়।


বিকৃত অভিলাষ আর ইন্দ্রিয়ের নেশা
মানব জাতির আজ তাই করুণ দশা,
প্রভু সেরা সৃষ্টির জন্য এবার সদয় হও
তুমি মানুষেরে আর কভু রিপু নাহি দাও।


হে বিধাতো: তোমার ইচ্ছা ছাড়া নাকি
একটি পাতাও পরে না, কিছুই হয়না,
তাই এখন তোমার ইচ্ছায় উঠুক নতুন ঊষা
তোমার ইচ্ছায় পূর্ণহোক তোমার আশা।
.