হে আমার প্রিয়, তুমি যেওনা ভুলে-
আমার যখন মৃত্যু হবে
থাকবোনা আর এই ভুবনে
স্মরণ কোরো চোখের জলে,
ওগো বন্ধু- যেয়োনা ভুলে


একটি মিনিট সময় পেলে
চোখের পলক বন্ধ রেখে
শ্রান্ত মনের ক্লান্ত নীড়ে
আমার স্মৃতি স্মরণ করো,
ওগো বন্ধু- যেয়োনা ভুলে


ইছামতী নদী পারে
যাইও তুমি সময় নিয়ে
আমার ছায়া পাবে তুমি
ইছামতী নদীর জলে,
ওগো বন্ধু- যেয়োনা ভুলে


হিজল বনে লেগে আছে
লক্ষ স্মৃতি লক্ষ ছোঁয়া
আনমনে তুমি যেয়ে সেথা
দুফোটা জল এসো ফেলে,
ওগো বন্ধু- যেয়োনা ভুলে


ক্লান্তিক্ষরা বিস্মৃত দিন
এক জনমের দুঃখের বীণ
স্মরণ করে নিও কেঁদে
বসে বনপলাশের ছাদে,
ওগো বন্ধু- যেয়োনা ভুলে


.