সেই ছোট্ট বনের ভিতরে 
কালীখোলা মন্দিরের পাশে 
হিজলগাছ গাবগাছ বাঁশঝাড় ছিলো যেখানে
কত বসতাম আমরা দুজনে
সকালে দুপুরে বিকেলে নির্জনে। 


তার বিয়ে হয়ে গেলো কোলকাতা
সেতো অনেক বছর আগের কথা 
আমার মা তাকে খুব আদর করতো
তার ঠাকুরমা আমাকে পছন্দ করতো
তাই তার সঙ্গে মিশতে সুবিধা হতো। 


কিন্তু ধর্মই আমাদের আলাদা করে দিলো
এং কোলকাতায় তার বিয়ে হয়ে গেলো 
আমি কয়েকবার কলকাতায় গিয়েছি
তার কথা ভেবেছি, তাকে কত খুঁজেছি 
কিন্তু হায়, এজীবনে আর দেখা হয় নাই। 


সেই গাছ সেই বাঁশঝাড় এখনও আছে
শুধু সে নাই দেশে 
আমি গ্রামে গেলে সেইখানে যেয়ে
সেই স্মৃতি খুঁজি মনে দুঃখ নিয়ে 
কালীখোলা মন্দিরের পাশে।