শেষবার সে এসেছিল, বলেছিল-
আগামী পরশু তার বিয়ে।
সে এসেছিল নদীর পারে কাশবনে
বলেছিল- "তুমি কিন্তু এবিয়েতে আসবে
আগামী পরশু আমার বিয়ে"।


নদী তীরে ধূ ধূ করা সাদা কাশবন
সুনীল আকাশ নদী স্রোতহীন
এসেছিল সে, বলেছিল সে
আগামী পরশু তার বিয়ে
মনপ্রান তার ছিল দ্বিধাহীন।


এই কাশবনে আমরা কতদিন কাটিয়েছি
সকালে দুপুরে ও জোছনা রাতে দুজনে
কত কথা কত কিছু হতো বসে সেই নির্জনে
কেউ তা জানে না, জানে শুধু
আকাশ বাতাস আর এই কাশবন।
        
     ০৩-০৬-২০১৬