অবাক হয়ে কনকচাঁপা ফুল
নিজের পাপড়ির দিকে তাকায়,
দেহের কি যেন হয়েছে হায়
এখনো কেউ ছোয়নি, হাত দেয়নি গায়।


নিজের নগ্ন দেহ নিজেই দেখে একমনে
আর বিস্ময়ের সাথে ভাবে মনে মনে,
নিবিষ্ট চোখ স্তন যোনী জংঘায়
এসব কিছু মহা-অজানা বিষয়।


কামনায় পুড়ে পুড়ে শেষ হয়
বসন্তের দিনগুলি চলে যায়,
কবে কে এসে ছোবে, গন্ধ নেবে
ইন্দ্রিয়ের ছোয়ায় কবে সুখ হবে।


কনকচাঁপার দেহে কমনার বান
কেউ ছোয়নি ভ্রোমর গায়নি গান,
তাই বিরহ কামনার সুধা ঝরছে
নিজেই শুকিয়ে মাটিতে ঝরে পরছে।


.