বয়স আমার বেড়ে গেছে অনেক
তবু অন্তরে আমি এখনও কিশোর
লোনা জলের ঢেউয়ের মত তরুন।


ইচ্ছে হয় ছোটবেলার মত করে
বইখাতা বগলে চেপে ধরে
মেঠোপথে স্কুলে যাই হেটে হেটে।


ডিঙা বেয়ে চলে যাই মাটিয়ার বিলে
চেয়ে থাকি পরিযায়ী পাখির দিকে
চুমু দেই কলমীলতার শুভ্র ফুলে।


সকালে ও দুপুরে
হাটি ফড়িংয়ের পিছে পিছে
চলে যাই গহীন কোন অরণ্যে।


কাদামাটির খেলা করে
বৃষ্টি ভেজা ভরদুপুরে
মত্ত থাকি ডুবসাতারের দীঘিতে।


মনে পরে হিজল ফুলের কর্ণদুল
ভোরের শিশির ভেজা শিউলী ফুল
রাতের জোছনাভরা নদীর দুকুল।


শেষ বয়সে একা একা আমি
ব্যালকনিতে বসে কতকিছু ভাবি
আর দুচোখ ভরে সেই স্মৃতি দেখি।


(২৩-১২-২০২১)