ভেবে এখন কষ্ট লাগে যে-
প্রকৃতি একটু একটু করে
আমার জীবন-তরী নিয়ে যাচ্ছে
গভীর সমুদ্রের অসীমান্তের দিকে।


কৈশোর থেকে যৌবন
যৌবন থেকে প্রৌঢ়ত্ব
এবং প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য
জীবনের এই সরলরৈখিক গ্রাফ
কখনোই বৃত্তাকার হয়না কেন??


হয়তো কোনদিন একাকী হাটতে হাটতে
এক ফাঁকা রাস্তায় হঠাৎ থমকে দাড়াবো
মনে হবে এই সেই পথ
যে পথে হেঁটেছি আমি বহুদিন
আমার প্রিয় স্কুলের পথ
স্কুল জীবনের সেই চিরচেনা পথ।


স্কুল জীবনের বন্ধুরা
আরেকবার ফিরে আয়
সবাই সবাইকে জড়িয়ে ধরে
আবারো মন খুলে একটু
জোরে জোরে হাসি।


নাগরিক ব্যস্ততায় হঠাৎ
কোন পাখির ডাকে
নস্টালজিক মন চলে যায়
স্কুলের সামনের সেই
বড় চন্দন গাছটার পাখির বাসায়।


জনসমুদ্রের মাঝে হয়তো কোনদিন
কোন পুরোনো বন্ধুর
হেঁচকা টান খেয়ে থেমে যাবো,
তারপর নাম মনে করার চেষ্টায়
একে অপরের দিকে
ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবো।
কৈশোরের কথা আবছা আবছা
একটু একটু করে ভেসে উঠবে।
.