আজকাল আমার অতীতের দিকে
জীবন নদীর প্রতি বাঁকে বাঁকে,
যখন আমি ফিরে তাকাই
আমার বহু ভুল দুর্বলতা দেখতে পাই।


সবার জীবনে কিছু না কিছু ভুল হয়
কেহ স্বীকার করে, কেহ করেনা,
সবার সৎসাহস-তো একরূপ নয়
মানুষে মানুষে পার্থক্য হয়।


জগতের সবাই করেছে কম-বেশি অন্যায়
কেহ করেছে ইচ্ছায়, কেহ অনিচ্ছায়,
কেহ স্বীকার করে অনুতপ্ত হয়
কেহ অস্বীকার করে আত্মতৃপ্তি পায়।


সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে
কেহ প্রকাশ করতে পারে সবাইকে,
আবার কেহ পারেনা কাউকে
সবার সৎসাহস-তো একরূপ নয়।


পাপের কথা ভেবে আমি এখন ভীত হই
পরিনতির জন্য এখন মনে শান্তি নাই,
হৃদয়ে অনুতপ্ত হয়ে আমি এখন তাই
তোমাদের সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাই
ক্ষমা করে দিও আমায়, তোমরা সবাই।


.