আমি চলেছি লক্ষ্যহীন ভাবে
কে আমায় পথ দেখাবে।
আমার গন্তব্যের নাই ঠিকানা
কোথায় ছুটে চলেছি, তা জানিনা।


পথ আমার সাথি, পথ আমার বাড়ি
অজানা পথে কেটে যায় দিবস-রজনী।
পথ আমার ঘর, পথে থাকি বেশ
জানিনা কোথায় পথের শেষ।


শরীর আমার শ্রান্ত ক্লান্ত ছুটন্ত,
হাটতে হাটতে কখন যে আমি
এতো দুরে চলে এসেছি,
বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি।


আমি এখন পথ-ক্লান্ত দিক-ভ্রান্ত
খুজে পাইনা পথের কোনো অন্ত।
অজানা স্থানে আমি এসে পরেছি
সব পথ হারিয়ে আমি কোথায় এসেছি ।
.