ওগো ভ্রমর -
আমি কামিনী, কতদিন তোমায় দেখিনি
তুমি কতদিন মধু নিতে আসোনি
আলতো করে আমার শরীর ধরোনি
পাপড়িতে হাত দিয়ে স্পর্শ করোনি
শরীরে নাসিকা ডুবিয়ে মদিরার গন্ধ নেওনি।


ওগো বিরেশ্বর -
তুমি রেতঃস্খলন যোনীতে দাওনি
ছোটপাখীরাও স্তনকলিতে চুমু দেয়নি
প্রজাপতিও জরায়ু-জংঘায় বসেনি
উরুর উপর বাতাস দোলা দেয়নি
তাই ভ্রমর আমার গর্ভধারণ হলোনা।


ওগো অলি -
আমি এখনো বসন্তের আবেগে অধীর
এখনো ভালবাসা আমার দরকার
না হলে আমার জীবন হয়ে যাবে অসাঢ়
তাই একবার এসো ভ্রমর, মিটাও বাসনা
কুঞ্জ রেখেছি সাজিয়ে মিটাও দেহের কামনা।