হাটিয়া  হাটিয়া আমি মেঠোপথ ধরে
দেখিতেছি প্রকৃতিকে মনপ্রান ভরে।
প্রজাপতি উড়ে উড়ে ঘুরে বেড়ায়
ফুলের মুকুলে কানে কানে কথা কয়।
অলিকুল সুরে সুরে গুনগুন গান গায়
ফুলে এসে বসে, চুমু দেয় মধু খায়।
ঘাসফড়িং বড় চোখে আড়ে আড়ে চেয়ে
লতায়-পাতায় বসে গোঁফ দোলায় ধেয়ে।


চারিদিকে ফুটে আছে বন ঘাসফুল
শেফালী তলায় ঝরা শেফালী মুুকুল।
দেখিলে মনে হবে বিছানো কার্পেট
পাতায় পাতায় বাজে বাতাসের কর্নেট।
বুনোফুল উচুঁ হয়ে শ্বাস নেয়
কাশফুল হেলেদুলে দোলা দেয়।
বনানী দুলেদুলে মাথা নেড়ে
পথহারা পথিকের মন কাড়ে।


কলাপাতার ঘোমটায় বৌ সেজে
কলা-বৌ মাথা নেড়ে ডাক দেয়।
বাবলার তলে বসে
বাঁশুরিয়া বাঁশি বাজায়,
সুর শুনে খেয়াঘাটে
মাঝি বসে ঝিমুনি দেয়।
মেঠোপথে হেটে হেটে অভিভূত আমি হই
মনে ভাবি এমন দেশ কোথাও আর পাই।


ফটো কার্টেসীঃ মমো