আবার গিয়েছিনু বহুদিন পরে
নিধুয়া রাই মাটিয়ার বিলে,
ধনিচা শাপলা কলমীলতা হেলে-দুলে
চেয়ে ছিলো আমার দিকে চোখ তুলে।
ধানক্ষেত চিঁচরা-বন পাটগাছ
জলে খলিশা তিতপুঁটি ছোটমাছ,
বক তিতির বালিহাঁস চিল
ছেড়ে যায়নি রাই মাটিয়ার বিল।
ওরা সবাই আমার দিকে
তাকিয়েছিল এক পলকে,
আমি নিশ্চিত ওরা সেসময়
চিনতে পেরেছিলো আমায়।


ওরা অতীত ভালবাসার সাক্ষী আমার
তাই আমার কাছে প্রশ্ন তাদের -
- তুমি কেন এলে একেলা হেথায়
তোমার সেই প্রিয়া এখন কোথায় ?
তুমি যাকে নিয়ে এই বিলে আসতে
জড়াজড়ি করে যাকে ভালবাসতে,
তোমাদের দেখে হাসাহাসি করতাম
লজ্জায় দেহ আর মাথা দোলাতাম,
সেই প্রিয়া এখন কোথায়
তুমি কেন এলে একলা হেথায় ?
আমি মনে  ভাবিলাম- অনেক বছর হলেও
মাটিয়ার বিল আমাকে, ভোলে নাই এখনও।


.