সে দাড়িয়ে আছে অধীর প্রতিক্ষায়
অজানা পুরুষের অপেক্ষায়
যদি কারো সাক্ষাত পাওয়া যায়
কাউকে না কাউকে তো পেতেই হবে।


তার অনেক টাকা দরকার
মা অসুস্থ, দেখাতে হবে ডাক্তার
ঘরেও নেই খাবার
এখন সে সবার।


প্রতিদিন এই পথে
কত মানুষ আসে আর যায়
অতৃপ্ত হৃদয়ের কত অভাব
আছে জাগতিক আদিম স্বভাব।


মানুষ আর মানুষ, শুধু মানুষ
হাজার লক্ষ মানুষ
কাউকে না কাউকে পেতেই হবে
একজন মানুষ দরকার
এখন সে সবার।


কিন্তু কেউ জানেনা
একদিন সে শুধু একজনেরই ছিলো
যে তাকে অন্ধকারে ঠেলে দিয়েছিলো
তার জন্যই এই করুণ  পরিনতি
কেউ জানেনা সেই কাহিনী।

একদিন সে শুধু একজনের ছিলো
সে একটা সংসারের কথাও ভেবেছিলো
হয়নি তার নিজের সংসার
তাই এখন সে সবার।
          ০২-০৮-২০১৯