একাত্তরের রনাঙ্গনে আমি সশস্ত্রে গিয়েছিলাম
স্বাধীনতার জন্য আমি সরাসরি যুদ্ধ করেছিলাম,
তাইতো মুক্তিযুদ্ধ আমার অহংকার
জীবন বাজি রাখা বাংলার অংশীদার।


লক্ষ-শহীদ ও মুক্তিযোদ্ধাদের অবদানে
স্বাধীনতার জন্য আত্মত্যাগের বিনিময়ে
লাল সবুজের পতাকাটি হলো বাংলার
যুদ্ধ করে আনা আমার পরিচয়ের স্বাক্ষর।


স্বাধীনতা কারো দানের নয়
কারো দয়ার নয়
স্বাধীনতা মুক্তিযোদ্ধার রক্তের ফসল
আমার মায়ের আঁচল।


বঙ্গবন্ধু ছিলেন তখন অগতির গতি
উদ্ভুদ্ধ করেছিল তাঁর সাতই মার্চের ভাষণটি
তার ডাকেই আমি অস্ত্র নিয়ে যুদ্ধে গিয়েছি
তাইতো তিনি হলেন বাংলাদেশের স্থপতি।
.
০৫-০২-২০২২