অশীতিপরা রাশেদা শহীদ মিনারে দাড়িয়ে একা
ভাবছেন- সেই সময়টাও ছিলো বসন্ত কাল
বন্ধুর সাথে তার দেখা হতো সকাল বিকাল।
মনে পরে- বাসন্তী রঙের শাড়ী পরে বন্ধুর হাত ধরে
সারা দিন কাটিয়েছিল রমনায় সেই ফাল্গুনে
বন্ধুর সাথে ছবি দেখেছিল গুলিস্তান সিনেমায়
স্বপ্ন ছিলো বন্ধুর সাথে জীবন কাটাবে নির্ভাবনায়


মনে পরে- তখন দেশে চলছিল ভাষা আন্দোলন
অ,আ,ক,খ, রাষ্ট্র ভাষা বাংলা চাই, মিছিল মিটিং,
হঠাৎ এলো ৮ই ফাল্গুন, ২১শে ফেব্রুয়ারী
পাকিস্তানি জান্তার ১৪৪ ধারা জারী
আলিফ,বে,পে,তে,সে- উর্দুই হবে রাষ্ট্র ভাষা,
বাংলা ভাষার জন্য কোনো আন্দোলন হলে
জান্তার জারী- ডাইরেক্ট গুলী মিটিং মিছিলে।


১৪৪ ধারা ভেঙ্গে সবার সাথে বন্ধুও চলে যায়
রাশেদা তাকে বলেছিলো- আমাকেও সাথে নাও
আমিও মিছিলে যাবো তুমি যেথা যাও।
বন্ধুর উত্তর- না রাশেদা, যাবে না তুমি
তুমি তো মেয়ে, মেয়েদের বিপদ বেশী।
রাশেদাকে হোস্টেলে রেখে বন্ধু গেলো চলে
এবং সেই যে গেলো, আর ফিরে এলো না।


পাকিস্তানি জান্তার মেশিনগানের গুলিতে
সরাহত পাখীর মত, বন্ধুর দেহ পরে যায় মাটিতে,
রফিক শফিক বরকত ও নামহীন অনেকের মত
শহীদ হয়ে, বন্ধুও চলে গেলো না ফেরার দেশে
রাশেদার স্পষ্ট মনে আছে-
সেই সময়টাও ছিল রক্তিম বসন্ত কাল
৮ই ফাল্গুন, ২১ ফেব্রুয়ারী ১৯৫২ সাল।


.