ঘুম আসছেনা, রাত এখন দ্বিপ্রহর,
প্রতিদিন আসে করোনায় মৃত্যুর খবর,
মন তাই হাহুতাস থাকে
কখন আবার মৃত্যু খবর আসে।
ভাবতে ভাবতে তন্দ্রার পরে
স্বপ্নের রাজ্যে যাত্রা শুরু করলাম।


যাত্রা শুরু- আমি গুরুত্বপূর্ন স্থানে যাব
একটা প্লেনের টিকিট কিনেছি,
গাড়ি দ্রুত চলেছে এয়ারপোর্টের দিকে
স্থানটা কোথায় জানিনা, আমি প্রচন্ড ব্যস্ত,
এয়ারপোর্টে ভুল কাউন্টারে চলে এলাম।
এরপর অন্য কাউন্টারে ছুটলাম
বহু ঘোড়াঘুরির পর সঠিক প্লেনে উঠলাম।

অদ্ভুত অসাধারণ সুন্দর প্লেন!
এর আগে আমি বহু প্লেনে চড়েছি
বহু দেশের সুন্দর সুন্দর প্লেনও দেখেছি
কিন্তু এই প্লেনের মত সুন্দর কখনো দেখিনি
অসাধারণ ছোট প্লেন। প্লেন ছেড়ে দিল
প্লেন দ্রুত বেগে ছুটে চলেছে
পঁচাত্তর ডিগ্রি এঙ্গেলে প্লেন উপরে উঠছে।


যেন নির্দিষ্ট ঠিকানা জানা নেই
এক সময় দেখলাম লালনীল গ্রহ  নক্ষত্র,
তারাদের একেবারে কাছ দিয়ে যাচ্ছি
ভালোই লাগছে এই চলার পথ।


শেষে বহু উপরে
মনে হয় লক্ষ কোটি মাইল দুরে
প্লেন ল্যান্ড করল একটা সমতল মাঠে
আমিও নামলাম।
মাঠটি কেমন যেন, মুগ্ধকর
সুন্দর পরিস্কার,
এরকম অসাধরণ মাঠ আমি
আমার জীবনে কখনো কল্পনাও করিনি।


তাকালাম চারিদিকে
প্রান জুড়িয়ে গেল সব দেখে
দেখলাম সেখানে সাদা জগিং সুট পরে দাড়িয়ে,
একজন হাসছে আমার দিকে তাকিয়ে  
আরে, এতো আমার সেই প্রিয় মানুষটি
যে আমাদের পৃথিবী ছেড়ে আগেই চলে গেছে,
আমিতো মহা খুশী
কিন্তু সে কোন কথা বললোনা।


দেখলাম আরো কয়েকজন
একই রূপ সাদা জগিং সুট পোশাকে,
পুরুষ ও মহিলা দুরে আছে দাড়িয়ে,
যারা আগেই চলে গেছে পৃথিবী ছেড়ে।  
পরিচিত কিছু প্রিয় বন্ধুদেরও পেলাম
অনেক আগে যারা বলেছিল-
"সি ইউ ইন হেভেন, স্বর্গে দেখা হবে"।


সমতল ধুসর সতেজ সবুজ ঘাসের মাঠে
হাটছি আমি তার সাথে,
কোথায় কিসের উদ্দেশ্যে হাটছি
তা আমি জানিনা।
জায়গাটা মনে হলো পৃথিবীর বাইরে কোথাও,
এখানে যেন নেই কোনো শেষ
অথবা সব কিছুর এখানেই শেষ।
আমার ঘুম ভেঙে গেলো, স্বপ্নও শেষ!!


ঘুম ভেঙ্গে গেল বউএর ডাকে
বিন্দু বিন্দু ঘাম ছিলো আমার কপালে।
তখন মনে পরলো সে করোনায় আক্রান্ত হয়ে
হাসপাতালে  সিসিইউতে আছে শুয়ে।


প্রতিদিন পরিচিতজনের মৃত্যুর খবর আসে
মন উদ্বিগ্ন থাকে সদা হাহুতাসে,
কখন কার মৃত্যু সংবাদ আসে
সারাটা সকাল আমার অস্যস্তিতে কাটে।


ঘরের মধ্যেই কাটতে থাকে সময়
ছটফটে পার হতে চায়না সময়,
বউ বললো, কি হয়েছে আজ তোমার
বললাম, কিছুই হয়নি আমার।


বিকেল তিনটায় খবর পেলাম
সে নেই, পৃথিবী ছেড়ে সে চলে গেছে দুরে,
খবরটা শুনে আমি বাকশুন্য হলাম
এবং স্তব্ধ পাথরের ন্যায় পাথর হয়ে গেলাম,
স্বপ্নটা আরেকবার মনে করলাম।
.