ঝিলমিল মাটিয়ার বিলে
দিগন্ত-বিস্তৃত শাপলার ঝিলে,
ডিঙ্গী বেয়ে যায় সে একেলা
চারিদিক শান্ত, আকাশ মেঘলা।


মেঘ কোথায় ভেসে যায়
কোথায় পাখিরা উড়ে যায়,
মেঘ হয়ে যায় অন্তরায়
আকাশের কোন কিনারায়।


সে ডিঙ্গা বেয়ে  যায় শাপলার বনে
ঝিলমিল নিসর্গ মাটিয়ার বিলে,
কথা কয় কলমির সনে
ছুয়ে হাত কলমির ফুলে।


স্তব্ধ নিধুয়া বাতাস, নিরাগ পরেছে
গোপাত্তন আর মাটিয়ার বিলে,
নেশা লেগেছে শাপলার বনে
ঝিলমিল শাপলার ঝিলে।