পৃথিবী রহস্যময়, এর সৃষ্টিও রহস্যময়
এই যে মহা-বিশ্বব্রহ্মাণ্ড তাও রহস্যময়,
মানুষ প্রানীকুল বৃক্ষরাজি পানি বাতাস
রহস্যময় অগ্নি তাপ মৃত্তিকা ও আকাশ।


অন্ধকার আলো গ্রহ নক্ষত্র ও শক্তি
ছায়াপথ জগৎ সৌরজগতের ব্যাপ্তি,  
সময় বৎসর ঋতু শীত বসন্ত গ্রীষ্ম বৃষ্টি
আমি ভাবি, কিভাবে এসব হলো সৃষ্টি।


কিভাবে এসব এলো, কোথা থেকে এলো
কে কখন কিভাবে সৃষ্টি করলো,
ঈশ্বর আমার কাছে ভাবনা, বিরাট রহস্য
কোন কিনারাই আমি করতে পারিনি অবশ্য ।


.