আমার গ্রাম মায়ের মত, সুন্দর অতি মনোহর
নয়ন জুড়ায় এর শ্যামল সবুজের সমাহার।


পাঁখির ডাকে ঘুম ভেঙে যায় খুব ভোর বেলা
ভোরের আভায় গ্রাম হয় ছবির মত আঁকা।


সারাদিন থাকি আমি সবুজের ছায়াতল
সন্ধায় দেখি কুলায় ফেরা পাখিদের ঢল।


বন-বনানী লতায় পাতায় জড়াজড়ি করি
গাঁয়ের মেঠো পথে চলে মোর ঘোরাঘুরি।


সন্ধ্যায় জোনাকিতে আলোকিত আঙ্গিনা
মোহময় হয়ে ওঠে মোর হৃদয় খানা।


এই গ্রামের জন্য কতযে মোর পিছুটান
প্রানটা থাকিতে চায় গ্রামে সারাজীবন।


গ্রাম আমার মা, আমি যে গ্রামেরই সন্তান
এ-কথাটাই হৃদয়ে আঁকি, আমি সারাক্ষণ।