শ্যামল সুন্দর এদেশের প্রাকৃতির খেলা
নিতই এখানে হয় ছয় ঋতুর বিচিত্র মেলা।


গ্রীষ্মের জৈষ্ঠে ভরা মধুমাস
চারিদিকে আম কাঠাল ছড়ায়  সুবাস।


আষাঢ় শ্রাবণে বয় ঘন ঘোর বর্ষা
টিপটিপ করে ঝরে আশিষ ধারা।


বর্ষার পরে হয় ঋতু শরতের খেলা
নীলাভ মেঘ আর শেফালীর দোলা।


অপরূপ রূপ হয় হেমন্ত মাস
তুলো তুলো মেঘে ঢাকা সাদা আকাশ।


শীতকালে ভোর থাকে কুয়াশায় লীন
ভালো লাগে মিষ্টি রোদমাখা দিন।


হাড়-কাপানো শীতে মোদের ত্রাহি হাই হাই
মুড়ির মোয়া, খেজুরের রস, পিঠা খাই।


শীতের পরে আসে ঋতুরাজ বসন্ত
মনে দেয় মদিরা জাগানিয়া নেশা অনন্ত।


অনেক দেশে আমি ঘুরেছি
কিন্তু বৈচিত্র্যের এমন দেশ কোথাও দেখিনি।