আদর, স্নেহ, মমতা, সুখ ? সেতো কবেই শেষ ।
মা আমাকে সব চেয়ে বেশী ভালবাসতো,
নিখাদ সে আদর ও ভালবাসা আমার কাছে স্বর্গ।
মা-বাবা এখন অনন্তলোকে, না ফেরার দেশে,
এখন আমার ভালবাসার কেউ নেই,
একেবারে কেউ নেই, সত্যি বলছি কেউ নেই,  
কারন বিধাতা আমার ললাটে সুখ লেখেন'নি।


আমার কপালে সুখ সয়'না, হা সুখ সহে'না।
অত্যন্ত নিখুঁতভাবে একটি কাজ শেষ করলেও
তার কোনো সুফল আমি পাই না।
হয়তো সু'ফল আমার কপালে সই'বে না,
তাই বিধাতা আমার ললাটে সু'ফল লেখেন'নি।
কিন্তু বিধাতার এতে কোন দোষ নেই,
আমারই-তো সুখ সয়'না।


বন্ধুত্বের ক্ষেত্রে এবং আমার আত্মীয়তার ক্ষেত্রে,
এমনকি আমার উত্তরাধিকার সুত্রে
যা আমার একান্ত পাওনা ছিলো,
তা আমি পাইনা। কি জানি কেন পাইনা !
তবে কাউকে আমি  দোষ দেইনা
হয়তো সুখ আমার সয়'না,
তাই ভগবানই আমার ললাটে সুখ লেখেন'নি।


একটা চাকরির জন্য আমি ভাল প্রস্তুতি নিলাম,
অত্যন্ত ভালো পরীক্ষা ও ইন্টারভিউ দিলাম,
একেবারে সব কিছু ঠিক ছিলো,
হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিলো,
কিন্তু চাকরী আমার হয়'নি।
কি জানি, হয়তো সুখ আমার সই'বে না
তাই বিধাতা আমার অদৃষ্টে চাকরি লেখেন'নি।


অনামিকা, আমার রাধা। সে এখন মরিচিকা,
কথা দিয়েছিল, আমায় ভালবাসবে অনামিকা,
কিন্তু কথা দিয়েও সে তার কথা রাখেনি,
সে এখন অন্যের ঘরনী এবং সন্তানের জননী।
আমি জানি এটা অনামিকার দোষ নয়,
আমার হয়তো অতো সুখ সইবে না
তাই বিধাতা আমার ললাটে ভালবাসা লেখেন'নি।