মনে রেখো পৃথিবীর কাছে
তুমি শুধুমাত্র একটি ছোট্ট বিন্দু,
কিন্তু প্রিয়জনের কাছে তুমি
তৃষ্ণা নিবারণকারী বিশাল সিন্ধু,
ছায়াদানকারী প্রকান্ড বটবৃক্ষ।


করোনার ঝড়ে তুমি ঝরে গেলে
পৃথিবীর তেমন ক্ষতি হবেনা,
তোমার প্রিয়জনের ক্ষতি হবে অনেক।
তাই লকডাউন শিথিল হলে
যত পারো বেশী বেশী সাবধানে থেকো
নিয়ম আর বিধিগুলো বেশীকরে মানো।


তুমি দেখে নিও
করোনা দুর্যোগ একদিন যাবে থেমে,
তবে ভাবিওনা
এই রোগ অতি তারাতা‌ড়ি যাবে চলে।


করোনার লকডাউন সতর্কবানী
দিনে দিনে শিথিল হবে জানি,
আমাদের তাই বেড়ে যাবে কার্যত  
স্বেচ্ছায় সতর্ক থাকার দায়িত্ব।


লকডাউনের বিধি
উঠতে থাকবে যেই অবধি
তখনই তুমি নিজের সাস্থ্যের স্বার্থে
কঠোরভাবে মেনে চলো নিয়মনীতি।


দেখছোনা -
পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলি
কুল কিনারা পাচ্ছে না,
স্বদেশের কে কখন যে ঝরে যায়
তা জানি না,
তুমি আমি থাকবো কি টিকে
তাও নিশ্চিত না।


ভেবে দেখো সুস্থ্যসবল বয়সে ছোটো
যেই বৃক্ষগুলো যারা ছিলো কাছে
করোনার ঝড়ে অকালে
কিভাবে টপাটপ ঝরে যাচ্ছে।  


তোমার করোনা হলে, মনে রেখো-
কেউ কিছু করবে না, পারবেও না,
এটাই কিন্তু একেবারে সত্যি।
তাই লকডাউন উঠে গেলে
যত পারো সাবধানে থেকো
নিজেকে এবং এগ্রহকে রক্ষা করো।
                ( ১২-০৫-২০২০)