যদি ভুল করে ভালোবেসে ফেলো, সে ভুল ভাঙাবো না
নতজানু আমি দুহাত পেতে গ্রহণ করি যেন অযাতিত দান।


প্রেমিক হবো না আমি, তোমার হৃদয়ের রাঙা কামনা হয়ে  
অঙ্গনের একপাশে দাঁড়িয়ে দেখবো, এলোচুলে খেলা করছে কেমন
                 গোধুলি বেলার মায়াবী হলুদ আলো।  
একচিলতে কষ্ট হয়ে লুকিয়ে থাকবো, উঁকি দেবো
ঝাপসা হয়ে যাওয়া কবেকার মলিন ডায়েরির ভাঁজে
কাঁপা কাঁপা শব্দের বুননে, ভুলে যাওয়া গানের কলি হয়ে
সুর ঝরাবো বিষন্ন মনে |
আমি হাওয়া হবো, তাপিত হৃদয় জুড়ে বয়ে বয়ে
শুষে নেবো শরীরের ঘাম, অখণ্ড অবকাশ ।
তোমার চাওয়া আর না পাওয়ার বেদনার মাঝে
প্রাত্যহিক দিন যাপনের গ্লানিটুকু গায়ে মেখে
মনের নিভৃত কাননে কুসুম গন্ধ বিলিয়ে
ধূপের মতো নি:শ্বেস হবো।


আমি ভেঙে যাওয়া আরশি হবো।
হাজার টুকরায় তোমার আঁখির প্রতিবিম্বে ঘিরে রাখবো
সকল শূন্যতা।যে দিকে চাই সবখানে যেন তোমাকেই পাই
গাছে-গাছে, পাতায়-পাতায়, জলে-স্থলে, নভো:মণ্ডলে
তোমার অবাধ বিচরণ।    


আমি কোনদিন প্রেমিক হবো না, চাইবো না প্রেম ভিক্ষা
ভিখারীকে কে দেয় বলো যোগ্য সম্মান
অজ্ঞাত কুলশীলকে মানবতার দীক্ষা!