ভালোবেসে নি:স্ব হবো
এই বাসনা নিরন্তর,
আগুনপাখি উড়িয়ে দেবো
দু:খ আমার আপনতর।


প্রবল ঝড়ে শূন্য হল
ছন্ন ছাড়া বাস্তু ভিটে,
কথা-মালায় জমলো ধুলো
বুকের ভিতর রক্ত-ছিটে।


চলতে পথে ফুঁটছে কাঁটা
দলছি পায়ে স্বপ্ন গুলি,
নয়ন-মনি রক্ত ভাঁটা
খোলাম কুচি ভরছি ঝুলি।


বেসুরো তানে গাইছি যে গান
বিরহ ব্যথা রিক্ত ভুবন,
তোমার জন্য প্রাণ উচাটন
অনিকেত এই ব্যর্থ জীবন।


কেমনে পারো ফুটিয়ে তোলা
রঙিন ছবি আঁখি পাতে,
গগন মাঝে মেঘের ভেলা
উল্লাসে প্রাণ কেমনে মাতে।


ইচ্ছে করে অঙ্গ ভেজাই
বৃষ্টি ভিজে রঙ্গে মাতি,
ইচ্ছে করে নীল যমুনায়
দোঁহে মিলে সাঁতার কাটি।


থাকবে ক-দিন মুখ ফিরিয়ে
সেই তো আমি চলেই যাব,
মান অভিমান সব ভুলিয়ে
পাওনা-দেনা মিটিয়ে দেবো।