গন্ডিটা ছোটো হতে হতে ক্রমশ গলার ফাঁস
যতই করি হাঁস-ফাঁস আমার নাচার দশায়
মুচকি হেসে দিন গুলো ফেলে দীর্ঘশ্বাস।


মুড়ি মুড়কির দর একই  বাজারেতে
একটা কিনলে আর একটা ফ্রী, অ-দরকারী জিনিসেতে
ভরে গেছে দুহাত, ভাবের ঘরে করে চুরি
বেশ কাটছে গোটা একটা জীবন !


প্রতিদিন রাতে শোয়ার সময় ভাবি
প্রত্যুষে প্রনাম করবো প্রভাত সূর্যকে  
পারিনা, কালো ধোঁয়ায় ভরা থাকে আমার আকাশ
আর অকারণ দোষারোপে ঠান্ডায় জল চায়ের কাপ
মানিয়ে নেওয়ার সীমাহীন যন্ত্রনা-


পরিবর্তন এনেছি বটে শরীরে ও মনে পরিনাম না ভেবে
স্থবির জড়তা থেকে হয়তো ভালো,
কি জানি পারিপার্শিক আবহাওয়া কখন চুরি করে নেয়
প্রতিবাদী কন্ঠস্বর, বাঁচার আশা, অযৌতিক অছিলায়!