----১-----
ফুল নেই ফল নেই একরাশ কাঁটা জড়িয়ে গায়
বেঁচে থাকে ক্যাকটাস
বাহারি টবে নূতন ভোরের প্রতীক্ষায়।
------২------
উড়িয়ে ছাই মুক্তো খুঁজি, মুক্তো কোথায় পাই
খোঁজার নেশায় জীবন বাজি,
দিনাবসান ধূলো-মুঠি ভরলো শূন্যতাই।
-----৩-----
শ্মশান মাঝে জ্বলছে চিতা, হাওয়ায় উড়ে ছাই
একবিন্দু ভালোবাসা চেয়েছিল
মৃত্যুর পর অশ্রুনীরে যা সবাই দিতে চাই।