ক্লান্তিকর ঊজ্জ্ব্ল নীল আলো ভাঙিয়েছে আমার শীতঘুম।
আঁখি পল্লবে সঞ্চিত ক্ষয়িষ্ণু স্বপ্ন পলকা পুষ্পরেনুসম
দূষিত বাতাসে বিচরনশীল, আধার-বিনা জড়-নির্জীব
প্রাণের অস্তিত্ত্ববিহীন বাতিল জঞ্জালের স্তূপ। চুপিসারে
নিরীক্ষণ বিপুল বৈভবে বিভ্রান্ত কেমন চলন্ত সময়
চুরিকরে নিয়ে যায় অসমাপ্ত কাব্যের অখণ্ড পাণ্ডুলিপি।


মুক্ত বিচরণ ক্ষেত্র আরব্ধ ধূলিজালে, অশ্বক্ষুরের উচ্চ
গীতি আচ্ছ্ন্ন করে অনুপম বাচন রীতি।নাগরিক ক্লান্তি
পরাকৃত ভাবনায় উৎসাহিত করে না নূতন প্রজন্মকে
সৃষ্টি সুখের সাধনায়। সত্য-সুন্দর গ্রহণ করার শিষ্ট
মানষিকতা, ধর্ম-ভাষা-প্রাদেশিকতায় বিপন্ন কলুষিত।
অর্থহীন পরাবাস্তব নিয়ত ফেরি করে ঘরের চৌকাঠে
ধর্মের আফিম। স্বর্গ-মর্ত-পাতাল কাম্য নয়,মানবকের
পর্ণ-কুঠিরের নিষ্কলুষ প্রেম-তীর্থে পুনর্জন্ম অভিলাষী।