চাহিদা নয় বড় তবু বিজ্ঞাপনে ঘোরাই
টোল-ফ্রী নাম্বার বদভ্যাসে,যন্ত্র বড় বালাই।
কোনটি পাবো প্রায়-ফ্রীতে
EMI কতো হবে দিতে
মাসশেষে ক্রেডিট-কার্ডে বালেন্সটুকু মেলাই।


ভোগ্যপণ্যে ভরেছি ঘর, নি:স্ব তবু এ অন্তর
ভোরে উঠে জপ করি, টাকা মাটি, মাটি পর।
মহা পুরুষদের বাণী
কানে শুধুই শুনি
দিনশেষে চেয়ে দেখি, শিহরে শমন অত:পর--