ফিরছিলো মেয়েটি আলপথে পিঠে স্কুলের ব্যাগ
কচি মটর শুঁটি সবুজ ক্ষেতে খুশিতে টইটুম্বুর
শীতের হাওয়া, নরম রোদ সোহাগে ভরপুর
নির্জনে ঝোপের আড়ালে শ্বাপদ করছিলো তাক।

মূহুর্তে টেনে নিলো তারে পেশীবহুল দুটিহাত
সদ্য ফোঁটা কুসুমের বুকে কীটের তীব্র দংশন
দলিত-মথিত কুমারী শরীরে রক্তের প্লাবন
আকাশে ডানা মেলার পূর্বেই স্বপ্নের অপঘাত।


সন্ধ্যা গড়িয়ে নামে রাত ফেরেনি মেয়েটি বাড়ি
অসহায় আত্মীয় খুঁজে ফেরে প্রতিবেশী জনে জনে
সবাই ফিরেছে ঘরে এত দেরি তার কী কারণে
আলপথে ঝোপের আড়ালে মেলে রক্ত মাখা শাড়ি।


ক্রমে চাপা গুঞ্জনে মাথায় গেঁথে গেল ধর্ষিতার তাজ
নষ্ট মেয়ে সমাজে নেই তার মুখ লুকানোর স্থান
চিনেছিল ঠিকই অসভ্য বর্বর সে কোন বলবান
সন্তান সমাজপতির তাদেরই গ্রামের এমন কদর্য-কাজ।


মেয়েটির নাকি ছিলো দোষ, ছেলেটি খাঁটি কাঞ্চন তুল্য
দশজনের বিচার সভা বসেছে ক্লাবের মাঠে
রক্তহীন চোখে অসহায় পিতার বুক ফাটে
হাজার টাকা জরিমানা হয়েছে ধার্য পৈশাচিক ধর্ষণের মূল্য!