অন্ধকারে হাতড়ে খুঁজি মানিয়ে চলার সংঙ্গাকি
মানিয়ে নিলে বাঁচবে জীবন তারই বা আস্থা কী!  


অন্ধ যারা হয়তো ভালো দেখছে নাতো কোনও কিছু
বধির যারা হয়তো ভালো শুনছে নাতো কোনও কিছু
চক্ষুষ্মান সব দেখেও চুপ থাকা বিষম দায়
সব শুনেও কেমন করে মানিয়ে নিয়ে থাকা যায়।


বলবে কথা উচ্চৈস্বরে সত্যিটারে জানান দিতে
কণ্ঠ তোমার রুদ্ধ হবে অদৃশ্য কার ইঙ্গিতে।
হ্যাঁ এর পর হ্যাঁ মেলাবে, না এর পর না
একই সুরে গাইবে মোসাহেব নইলে তালকানা।


সরতে সরতে শেষ প্রান্তে সামনে অতল গভীর খাদ
আষ্টে-পিষ্ঠে জড়িয়ে গেছে সত্য–মিথ্যার মরণ ফাঁদ।
মানিয়ে চলার সংঙ্গা খুঁজি বুকের ভিতর অন্ধকার
দেওয়ালে পিঠ ঠেকলো যখন কণ্ঠ তুলে দাও হুংকার।