এ রাস্তার ওধারে উচু ল্যম্পপোস্ট
টিমটিমে আলো পথ দেখাবে পথিকে
বাম দিকে গাছেদের শিকড় বের হওয়া রুগ্ন শরীর,
ডানদিকে ধুসর বনভূমি দু-একটা ঘাসফুল ছাড়া
কেউ নিশ্চয়তা যোগায় না।
ওরা আমাকে বলেছিল ভালোবাসতে
রাতের আঁধারে মৃত শরীরে মুখ লুকিয়ে
জীবনের আনন্দ খুঁজতে-
অথবা কোনও পোড়োবাড়িতে লুকিয়ে থেকে
মৃত্যুর সুর বাজাতে আর গুনতে
আকাশের অগণন শতকোটি তারা-
হায়! এ সবই নাকি ভবিতব্য
বর্তমান প্রজন্মের প্রাত্যহিক জীবন ধারা ।